ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন পে-কমিশন গঠন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৬, ২৫ জুলাই ২০২৫

বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন পে-কমিশন গঠন

বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন পে-কমিশন গঠন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশপাশি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।

এছাড়া রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটির নিহত দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই দুই শিক্ষিকা হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাহেরীন চৌধুরী এবং মাসুকা বেগম। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ৩৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। 
উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল (আজ) শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।
জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার।  প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বিবৃতিতে এ কমিশন গঠনের কথা জানানো হয়। এতে বলা হয়েছে- ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে।’ 
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল ॥ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার বিধান উপদেষ্টা পরিষদ বাতিল করেছে। তাই এখন থেকে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে না।
আসিফ মাহমুদ বলেন, ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আইন সংশোধন করা হয়। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ বাতিল করার সুপারিশ করা হয়েছিল। নির্বাচন বিশেষজ্ঞ ছাড়াও বিভিন্ন দল দলীয় প্রতীক না রাখার দাবি জানিয়ে আসছে।

তার পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন আইন ২০১৫-এর ৩২ (ক) ধারা, পৌরসভা আইন ২০১৫-এর ২০ (ক) ধারা, উপজেলা পরিষদ আইন ২০১৫-এর ১৬ (ক) ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন ২০১৫-এর ১৯ (ক) ধারা, যেই ধারার মাধ্যমে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করা হয়েছিল সেই ধারাগুলো বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল উপদেষ্টা পরিষদে। এটি উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ নেই। এখন থেকে আলাদা আলাদা প্রতীকেই স্থানীয় সরকার নির্বাচন হবে। জেলা পরিষদ নির্বাচন যেহেতু প্রত্যক্ষ ভোটে হয় না, সুতরাং সেখানে প্রতীকের কোনো বিষয় নেই।
তিনি বলেন, দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে অতীতে অনেক হানাহানি হয়েছে, অনেক জায়গায় মার্কার জোর কিংবা গায়ের জোরে নির্বাচন জিতে এসেছে। আমরা প্রত্যাশা করছি এর মাধ্যমে স্থানীয় সরকারে ইতিবাচক পরিবর্তন আসবে। নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থী জয়লাভ করে আসতে পারবেন।
এদিকে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের ৩৫তম বৈঠক, আইন ও বিচার বিভাগের ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েযছ। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের থেকে উত্থাপন করা পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক আইএলও কনভেনশন ১৫৫ ও ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয় উপদেষ্টা পরিষদে।

প্যানেল হু

×