
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিমানটি মাইলস্টোন কলেজের ছাদে আছড়ে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত এবং অন্তত ১৭১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
ঘটনার পরদিন, আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৭টা ১৬ মিনিটে জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন—
"আজকাল বেঁচে থাকার চেয়ে মরার খবর বেশি পাওয়া যায়,
কান্না যেন রুটিন, আর লাশ সংবাদ।
আমরা কি আদৌ বাঁচি?
নাকি বেঁচেও বাঁচি না!"
আবির