ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

বিমান দুর্ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ শুনলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশিত: ১২:০৭, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১২:০৭, ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ শুনলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ছাদে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এ প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখানে তিনি অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দুর্ঘটনার পর তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেছেন। পাশাপাশি তারা প্রশ্ন তোলেন, প্রকৃত তথ্য কেন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কেন তৈরি হচ্ছে।

আবির

আরো পড়ুন  

×