ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে উত্তরা জুড়ে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৭, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১১:৩৮, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে উত্তরা জুড়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বিক্ষোভ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

সকালে প্রতিষ্ঠানটির সামনে গোলচত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই স্লোগান ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে এলাকাটি। হাতে ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’— এমন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় বসে অবস্থান নেন।

পুলিশ কয়েকবার সরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনকারীদের ভাষ্য, “আমরা সহিংসতায় জড়াতে চাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছি। দুর্ঘটনার পরও কেউ দায় স্বীকার করছে না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ন্যায়ের দাবি নিয়ে দাঁড়িয়েছি।”

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
১. নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল
৬. প্রশিক্ষণ কার্যক্রমে কাঠামোগত সংস্কার

আবির

আরো পড়ুন  

×