ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অনলাইনে আপনার নগ্ন ফেক ছবি বা ভিডিও শেয়ার হলে চিন্তার কিছু নেই, ঘরে বসেই সহজে অপসারণ করুন অন্তরঙ্গ কনটেন্ট

প্রকাশিত: ২১:২৫, ২৭ মে ২০২৫; আপডেট: ২১:২৯, ২৭ মে ২০২৫

অনলাইনে আপনার নগ্ন ফেক ছবি বা ভিডিও শেয়ার হলে চিন্তার কিছু নেই, ঘরে বসেই সহজে অপসারণ করুন অন্তরঙ্গ কনটেন্ট

ছবিঃ সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে সম্মতিহীন অন্তরঙ্গ ছবি বা ভিডিও শেয়ার করে কাউকে হেনস্তা করার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক সময় প্রযুক্তির অপব্যবহার করে নকল বা এডিট করা নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়, যা ব্যক্তিগত সম্মান ও মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। তবে এই সমস্যার কার্যকর ও নিরাপদ সমাধান নিয়ে এসেছে StopNCII.org—একটি ফ্রি টুল, যা সম্মতিহীন অন্তরঙ্গ ছবির (NCII) অপব্যবহারের শিকারদের সহায়তার জন্য তৈরি করা হয়েছে।

কীভাবে কাজ করে StopNCII.org?

StopNCII.org ব্যবহারকারীদের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি বা ভিডিও থেকে একটি ইমেজ হ্যাশ তৈরি করে। এটি এমন একটি ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, যা মূল ছবি বা ভিডিওর সঙ্গে মিল থাকা সব নকল সংস্করণ শনাক্ত করতে সক্ষম। এই হ্যাশ কখনোই আসল ছবি বা ভিডিও সংরক্ষণ করে না, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা শতভাগ রক্ষা পায়।

একবার হ্যাশ তৈরি হলে, StopNCII.org তা অংশগ্রহণকারী সংস্থাগুলোর (যেমন Meta, TikTok, Reddit, Bumble, Discord ইত্যাদি) সঙ্গে শেয়ার করে, যাতে তারা অনলাইনে আপলোড হওয়ার আগেই ছবিগুলো শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে বা ব্লক করতে পারে।

কে ব্যবহার করতে পারবেন এই টুল?

এই টুলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সম্মতিহীনভাবে শেয়ার হওয়া অন্তরঙ্গ কনটেন্ট (Non-Consensual Intimate Images – NCII) ঠেকাতে। যদি আপনি এমন কোনো ছবি বা ভিডিওর ভুক্তভোগী হন যা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে বা পড়তে পারে বলে আশঙ্কা করেন, তবে StopNCII.org আপনার জন্য হতে পারে একটি কার্যকর ও নিরাপদ সহায়তা।

গোপনীয়তা কতটা নিরাপদ?

StopNCII.org কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ করে না। এটি শুধু ছবির হ্যাশ ভ্যালু তৈরি করে, যা দিয়ে কনটেন্ট শনাক্ত করা সম্ভব হয় কিন্তু কোনোভাবেই ছবির মূল সংস্করণ পুনরুদ্ধার করা যায় না। তাই ব্যবহারকারীরা নির্ভয়ে এই সেবাটি গ্রহণ করতে পারেন।

অংশগ্রহণকারী সংস্থাগুলোর তালিকা

এই উদ্যোগে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। যেমন:
🔹 Meta (Facebook, Instagram)
🔹 TikTok
🔹 Reddit
🔹 Bumble
🔹 OnlyFans
🔹 Discord
🔹 Google (পরীক্ষামূলক পর্যায়ে)

কোথা থেকে শুরু করবেন?

ভুক্তভোগীরা www.stopncii.org ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী হ্যাশ তৈরির প্রক্রিয়া শুরু করতে পারবেন। প্রয়োজন হলে সংস্থাটি সহযোগী এনজিওগুলোর মাধ্যমে মানসিক সহায়তাও প্রদান করে।

ইমরান

×