
ছবি: জনকণ্ঠ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আলোচিত কিশোর গ্যাংয়ের পেছনের কুশীলব হিসেবে পরিচিত এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে গোপন অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয় বলে সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, কথিত বিএনপি-ঘনিষ্ঠ এক্সেল বাবু ‘কবজি কাটা’ নামে কুখ্যাত গ্যাংয়ের প্রধান আনোয়ারের পৃষ্ঠপোষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি আনোয়ারের অপরাধ কর্মকাণ্ডে ছায়া থেকে সহযোগিতা করতেন এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী তার দৌরাত্ম্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিলেন এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছিলেন।
সংশ্লিষ্ট মহল ধারণা করছে, তার গ্রেপ্তারের মধ্য দিয়ে মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ দমনে বড় ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
শিহাব