
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চুপ করে থাকলে ইতিহাসও ক্ষমা করবে না।
সোমবার (২৫ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
তিনি তার পোস্টে লিখেছেন, গুম কোনো ব্যক্তি নয়, একটি রাষ্ট্রীয় নীরবতা। আর এই নীরবতা ভাঙতে হবে। চুপ করে থাকলে ইতিহাসও ক্ষমা করবে না। গুমের বিরুদ্ধে কথা বলুন।
তিনি আরও বলেন, গুম, আওয়ামী শাসনামলের একটি বর্বর দুঃশাসনের নমুনা। ২০০৯ থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন, সংখ্যাটি আরো অনেক বড়। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সপ্তাহে পালিত হয় 'গুম' সপ্তাহ।
ইমরান