ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দুদকের গণশুনানিতে সরকারি দপ্তরগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ২০:৪৫, ২৬ মে ২০২৫

দুদকের গণশুনানিতে সরকারি দপ্তরগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ছবি: জনকণ্ঠ

কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানিতে সরকারি দপ্তরগুলোর বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও হয়রানির ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ খোলামেলা বক্তব্যে তুলে ধরেন তাদের দুর্ভোগের বিবরণ।

সোমবার (২৬ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

গণশুনানিতে বক্তারা বলেন, "ঘুষ দিয়েও সেবা পাই না", "জমি খারিজে হয়রানি", "সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি"—এমন অভিযোগ ছিল অনেকের মুখে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, দুর্ব্যবহার ও দীর্ঘসূত্রতার অভিযোগে মুখর হয়ে ওঠে মিলনায়তন।

দুদকের দেওয়া তথ্য মতে, প্রায় ২০০টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে দুদক আইনে উপস্থাপনযোগ্য ৬৪টি অভিযোগ নিয়ে শুনানি হয়। এর মধ্যে অধিকাংশ অভিযোগ তাৎক্ষণিক সমাধান করা হয়। পাঁচটি অভিযোগ অনুসন্ধানের জন্য এবং দুটি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। এছাড়াও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান এবং দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মঈনুল হাসান রওসানী।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা’—এই স্লোগানে আয়োজিত গণশুনানিতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

গণশুনানি সফল করতে দুদক কুষ্টিয়া সদরে মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও অভিযোগ বাক্স স্থাপনসহ ব্যাপক প্রচার চালায়।
দুদকের কর্মকর্তারা জানান, সেবা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে এ ধরনের গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে।

সাব্বির

×