ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পবিত্র ঈদুল আজহা আসন্ন উপলক্ষে সকলকে যে আহ্বান জানালেন জামায়াত আমির!

প্রকাশিত: ২০:৪১, ২৬ মে ২০২৫; আপডেট: ২০:৪৫, ২৬ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহা আসন্ন উপলক্ষে সকলকে যে আহ্বান জানালেন জামায়াত আমির!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, পবিত্র ঈদুল আজহা আসন্ন। এ সময় বাংলাদেশের সর্বমহলের প্রতি আহ্বান জানাই—জনগণের জন্য যা কিছু স্বস্তিদায়ক, কল্যাণকর এবং শান্তি-শৃঙ্খলাপূর্ণ, সে বিষয়গুলো খেয়াল রেখে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার, রাজনৈতিক দলসমূহ, ধর্মীয় সংগঠনসমূহ, সামাজিক ও পেশাজীবী সংগঠনসমূহ, রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তথা সকলেই নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য, সহিষ্ণুতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করুন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর রহমত দিয়ে সিক্ত করুন এবং সাহায্য দিয়ে এ দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার তৌফিক দান করুন। আমিন।

 

সূত্রঃ https://www.facebook.com/share/15aQaQJqUj/

রিফাত

×