
ছবি :সংগৃহীত
দু’একদিনের মধ্যেই দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তবে তিনি ছুটি বা অবসরে যাচ্ছেন না—শুধু দায়িত্ব পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ সম্পর্কেও শিগগিরই ঘোষণা আসবে বলে জানানো হয়েছে।
বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জসীম উদ্দিনের পরির্বতন নিয়ে তৌহিদ হোসেন বলেন, পররাষ্ট্রসচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।
এই পরিবর্তনের পেছনে কোনো বিদেশি চাপ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “যেকোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ ও মতামত থাকে। কেউ একা সিদ্ধান্ত নেন না। অনেক সময় যৌথ চিন্তাভাবনায় সিদ্ধান্তে পরিবর্তনও আসে। দেখা যাক কী হয়।”
নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও তিনি জানান, “দু’একদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।”
এদিকে, সদ্য নিযুক্ত বিশেষ সহকারী সুফিউর রহমানের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “২০ এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হলেও এখনো তিনি দায়িত্ব গ্রহণ করেননি। সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখন তিনি দায়িত্ব নেবেন বা পরিবর্তন হবে।”
সুফিউর রহমান দায়িত্ব নিতে পারছেন না কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “এ ব্যাপারে এখনও চিন্তাভাবনা চলছে। দায়িত্বে যোগদানে কোনো সমস্যা নেই। সবকিছু সময়মতো জানা যাবে।”
সা/ই