
ছবি: সংগৃহীত
‘আশেপাশের জেলাগুলো থেকে শাহবাগে চলে আসুন, ফয়সালা আজকেই হবে’ — এমনই প্রত্যয়ী আহ্বান জানিয়েছে যুব সংগঠন The Red July (Official)। আজ বিকালে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত একটি পোস্টে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টটিতে আরও লেখা হয়েছে— “জুলাই ফিরছে শাহবাগে।” এই ঘোষণায় স্পষ্ট বার্তা মিলেছে যে সংগঠনটি নতুন করে আবার রাজপথে সক্রিয় হতে চলেছে।
রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান আন্দোলনের পটভূমিতে The Red July-র এই আহ্বান ঘিরে ইতোমধ্যেই ছাত্র-যুব সমাজে তীব্র সাড়া ফেলেছে। রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগে বিকেল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা সমর্থকেরা।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। শাহবাগ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
আসিফ