ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাক নৌঘাঁটি লক্ষ্য করে আবারও ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ০৯:৪১, ৯ মে ২০২৫; আপডেট: ০৯:৪৭, ৯ মে ২০২৫

পাক নৌঘাঁটি লক্ষ্য করে আবারও ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে করাচি বন্দরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ভারত। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বন্দর এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিশ্লেষকরা বলছেন, ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে নামল ভারতীয় নৌবাহিনী। প্রাথমিক খবরে জানা যায়, ভারতের নৌবাহিনী পাকিস্তানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং করাচি উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মুম্বাই ঘাঁটি থেকে পরিচালিত ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লিট সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তানও। ভারতের এই হামলার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: https://www.firstpost.com/world/indian-navy-strikes-karachi-port-for-first-time-since-1971-targets-key-pakistani-naval-bases-13886832.html

রাকিব

×