ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিসিএস প্রিলিমিনারি বিষয়ভিত্তিক প্রস্তুতি

প্রকাশিত: ১৯:০১, ৯ মে ২০২৫

বিসিএস প্রিলিমিনারি বিষয়ভিত্তিক প্রস্তুতি

চাকরিপ্রার্থীদের জন্যে বিসিএস সবচেয়ে আকাক্সিক্ষত একটি চাকরি, যেন সোনার হরিণ। সঠিক প্রস্তুতি এবং দিক নির্দেশনার অভাবে অনেকেই কঠোর পরিশ্রম করেও এই সোনার হরিণের দেখা পায় না। এখানে বিসিএস প্রিলিমিনারির কয়েকটি বিষয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।
বিষয়: ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য প্রস্তুতি
বাংলা ভাষা ও সাহিত্যের মতো ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য বিষয়েও মোট ৩৫ নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে ইংরেজি ভাষা বিষয়ে ২০ নম্বর এবং ইংরেজি সাহিত্য বিষয়ে ১৫ নম্বর থাকে।
ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য বিষয়ে যেসব টপিকসমূহ গুরুত্ব সহকারে পড়তে হবে-
ইংরেজি ব্যাকরণ প্রস্তুতিবিসিএস প্রিলিমিনারি বিষয়ভিত্তিক প্রস্তুতি

চাকরিপ্রার্থীদের জন্যে বিসিএস সবচেয়ে আকাক্সিক্ষত একটি চাকরি, যেন সোনার হরিণ। সঠিক প্রস্তুতি এবং দিক নির্দেশনার অভাবে অনেকেই কঠোর পরিশ্রম করেও এই সোনার হরিণের দেখা পায় না। এখানে বিসিএস প্রিলিমিনারির কয়েকটি বিষয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।
বিষয়: ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য প্রস্তুতি
বাংলা ভাষা ও সাহিত্যের মতো ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য বিষয়েও মোট ৩৫ নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে ইংরেজি ভাষা বিষয়ে ২০ নম্বর এবং ইংরেজি সাহিত্য বিষয়ে ১৫ নম্বর থাকে।
ইংরেজি ব্যাকরণ ও সাহিত্য বিষয়ে যেসব টপিকসমূহ গুরুত্ব সহকারে পড়তে হবে-
ইংরেজি ব্যাকরণ প্রস্তুতি
ইংরেজি ব্যাকরণ অংশের কমন টপিকসমূহ হচ্ছে, Names of writers of literary pieces from Elizabethan period to the 21st Century Ges Quotations from drama/poetry of different ages
ইংরেজি সাহিত্য প্রস্তুতি
ইংরেজি সাহিত্য অংশে Names of writers of literary pieces from Eliæabethan period to the 21st Century Ges Quotations from drama/poetry of different age বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাহিত্য নিয়ে গভীরভাবে পড়ালেখা করলে চূড়ান্ত পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। এই সাহিত্যিকগণ হচ্ছেন- William Shakespeare, William Wordsworth, John Milton, John Keats, S. T. Coleridge, W. S. Maugham, Charles Dickens, Robert Browning, Ernest Hemingway, Jonathan Swift, P. B. Shelley, Edmund Spencer, OÕ Henry, Bertrand Russell, Jane Austen, H. G. Wells, G. B. Shaw, Alfred Tenûson, William Blake, W. B. Yeats, T. S. Eliot, E. M. Foster এবং Sir Walter Scott।
ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে ভালো করার কয়েকটি সংক্ষিপ্ত টিপস
১। ইংরেজি ভোকাবুলারির চর্চা করতে হবে প্রতিদিনই। অল্প অল্প করে প্রতিদিনই কিছু না কিছু শিখলে নতুন নতুন শব্দের ভাণ্ডার বাড়বে।
২। ভোকাবুলারি পড়বার সময় শুধু শব্দটি না শিখে সেটিকে কীভাবে কোন বাক্যে ব্যবহার করা যায় সেই চেষ্টাও করতে হবে। এতে করে শব্দটি মনে রাখা সহজ হবে।
৩। Noun, Adjective, Verb, preposition, Number, Voice, Spelling, Phrase, Synoûm-antoûm টপিকসমূহ থেকে প্রায় প্রতি প্রিলিতেই অন্তত ১ থেকে ৩টি প্রশ্ন এসে থাকে। তাই এসব টপিক মনোযোগ দিয়ে পড়তে হবে।
৪। বানান ভুল একদমই করা যাবে না।
৫। বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান বা জব সলিউশন করা খুবই জরুরি। এক্ষেত্রে শুধু বিসিএস জব সলিউশন না করে ব্যাংকসহ অন্যান চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করতে পারলে বেশি উপকৃত হবেন।
৬। ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ বা টাইমলাইন, সাহিত্যিক টার্মস, গুরুত্বপূর্ণ চরিত্র ও উক্তি ভালো করে পড়তে হবে।
৭। প্রতিদিন অন্তত একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা, আন্তর্জাতিক সংবাদের পৃষ্ঠা এবং সম্পাদকীয় কলামসমূহ পড়তে হবে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি প্রস্তুতি
বাংলাদেশ বিষয়াবলি অংশে মোট ৩০টি প্রশ্ন করা হয় এবং এর জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকে। এর মধ্যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলির জন্য থাকে ০৬ নম্বর এবং বাংলাদেশের কৃষিজ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা বিষয়ের প্রতিটি টপিকের জন্য ০৩ নম্বর করে বরাদ্দ আছে। এছাড়া সাম্প্রতিক কিছু বিষয় যেমন, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র ও গণমাধ্যম সংক্রান্ত বিষয়সমূহ মিলিয়ে মোট ০৩টি প্রশ্নের বিপরীতে ০৩ নম্বর বরাদ্দ থাকে।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ভালো করার কয়েকটি সংক্ষিপ্ত টিপস
১। জব সলিউশন বা বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান করা খুবই জরুরি। বাংলাদেশ বিষয়াবলিতে মোট ৩০টা প্রশ্নের মধ্য থেকে অধিকাংশ সময় অন্তত ২০-২২টা প্রশ্ন বিগত বছরের টপিকসমূহ থেকে করা হয়।
২। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান ও অর্থনীতি বিষয়সমূহ থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। তাই এই বিষয়সমূহে বেশি মনোযোগ দিতে হবে।
৩। বাংলাদেশের কৃষি ও অর্থনীতি বিষয়ে সাধারণত সম-সাময়িক বিষয়ে প্রশ্ন আসে। তাই সাম্প্রতিক তথ্যের ওপর বেশি গুরুত্ব দিতে হবে।
৪। প্রতি বিসিএসেই উপজাতি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন এসে থাকে। তাই উপজাতিসমূহের বসবাস, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য টপিকসমূহ মনোযোগ দিয়ে পড়তে হবে।
৫। বাংলাদেশের সংবিধান বিষয়টি শুধু প্রিলিমিনারিই নয় বরং লিখিত ও ভাইবার জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে সেখান থেকেই ডিটেলে পড়তে পারলো ভালো হয়। বিশেষত কোনো অনুচ্ছেদে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটাতে মনোযোগ দিতে হবে।
৬। বাংলাদেশের সরকার ব্যবস্থা অংশ থেকে আইন, শাসন ও বিচার বিভাগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
৭। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, তাদের প্রতিষ্ঠাতা ও স্থপতি সংক্রান্ত টপিকটিও মনোযোগ দিয়ে পড়তে হবে। কারণ প্রতি প্রিলিতেই এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন এসে থাকে।
৮। সাম্প্রতিক তথ্যের বিষয়ে আপডেট থাকতে হবে।

প্যানেল

×