ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

প্রকাশিত: ১৯:০৩, ৯ মে ২০২৫

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা- এর কর্মচারী নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: ফিজিওথেরাপিস্ট। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/-। গ্রেড: ১২তম। শিক্ষাগত যোগ্যতা: ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা: কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-। গ্রেড: ১৩তম। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
৩. পদের নাম: পরিসংখ্যানবিদ। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৪. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
৫. পদের নাম: ওয়ার্ড মাস্টার। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৬. পদের নাম: টেলিফোন অপারেটর। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৭. পদের নাম: গাড়িচালক। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা: গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৮. পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৯. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৫টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিস্তারিত জানুন: http://nimhr.teletalk.com.bd
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫, বিকেল ৫টা।

প্যানেল

×