
ছবি: সংগৃহীত
একজন শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তবে এই মানসিক বিকাশ শুধু স্কুল কিংবা পাঠ্যবই নির্ভর নয়—এর মূলে রয়েছে পরিবার। বিশেষ করে বাবা-মা ও পরিবারের পরিবেশ শিশুর মানসিক গঠন ও ভবিষ্যতের আত্মবিশ্বাস তৈরিতে বিশাল ভূমিকা রাখে।
১. নিরাপদ ও ভালোবাসাপূর্ণ পরিবেশ তৈরি: শিশু যখন পরিবারের মাঝে নির্ভরযোগ্য, শান্তিপূর্ণ ও ভালোবাসায় পূর্ণ পরিবেশে বেড়ে ওঠে, তখন তার মানসিক বিকাশ স্বাভাবিকভাবে ঘটে। এটি আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ এবং সামাজিক দক্ষতা গঠনে সাহায্য করে।
শিশু মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান (সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) বলেন, "বাচ্চারা যেভাবে পরিবার থেকে ভালোবাসা, নিরাপত্তা আর ইতিবাচক মনোভাব পায়, সেটি তার মানসিক স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে। বাবা-মায়ের অবহেলা কিংবা অস্থির পরিবেশ শিশুদের মাঝে ভয়, হতাশা এমনকি আচরণগত সমস্যার জন্ম দিতে পারে।"
২. শিশুর মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া: শিশুরা ছোট হলেও তাদের অনুভূতি ও মতামতের গুরুত্ব রয়েছে। যদি বাবা-মা প্রতিনিয়ত শিশুর কথা মনোযোগ দিয়ে শোনেন, তাকে নিজের ভাব প্রকাশের সুযোগ দেন, তাহলে সে শেখে কীভাবে নিজের আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে হয়।
ডা. মনিরুজ্জামান আরও বলেন, "শিশুকে গুরুত্ব না দিলে সে মনে করে, তার কথা মূল্যহীন। এর ফলে আত্মমর্যাদাবোধ হ্রাস পায় এবং সে এক সময় আত্মকেন্দ্রিক অথবা আত্মবিশ্বাসহীন হয়ে উঠতে পারে।"
🔎 শেষ কথা:
শিশুর মানসিক বিকাশ কোনও তাৎক্ষণিক ব্যাপার নয়। এটি ধাপে ধাপে গড়ে ওঠে। তাই পরিবারকেই হতে হবে সেই মজবুত ভিত্তি, যেখানে সন্তান নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করতে পারে, নিজের ভাব প্রকাশ করতে পারে, আর গড়ে ওঠে একজন সুস্থ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে।
আসিফ