ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রেমিটেন্সে রেকর্ড ভাঙছে প্রবাসীরা, সরকারকে যত্নবান হওয়ার আহ্বান সাংবাদিক ইলিয়াসের

প্রকাশিত: ২০:৪২, ৫ মে ২০২৫; আপডেট: ২০:৪৩, ৫ মে ২০২৫

রেমিটেন্সে রেকর্ড ভাঙছে প্রবাসীরা, সরকারকে যত্নবান হওয়ার আহ্বান সাংবাদিক ইলিয়াসের

ছবি: সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উল্লেখ করেছেন, একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন প্রবাসীরা। তিনি বলেন, রেমিটেন্সের প্রবল প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিক ইলিয়াস স্মরণ করিয়ে দেন যে, প্রবাসীরা আওয়ামী লীগ সরকারবিরোধী ‘রেমিটেন্স স্ট্রাইক’-এ অংশ নিয়েছিলেন, যা দেশের অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলেছিল। সেই প্রেক্ষাপটে তিনি মনে করেন, এখন সময় এসেছে প্রবাসীদের প্রতি সরকারের মনোযোগ বাড়ানোর।

তার ভাষায়, "এবার সরকারের উচিত এই পরিশ্রমী প্রবাসীদের প্রতি একটু খেয়াল রাখা। তারা শুধু অর্থ পাঠাচ্ছেন না, দেশের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ হিসেবেও কাজ করছেন।"

এম.কে.

×