ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ১৫:৫৮, ৩ মে ২০২৫

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

ছবি: সংগৃহীত

 

মাদারীপুরের শিবচর উপজেলায় মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় মুসল্লিরা মানববন্ধন করেছেন। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর শিবচরের চান্দেরচর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া মুসল্লিরা অভিযোগ করেন, চান্দেরচর এলাকার একটি মসজিদের নিচতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে, যেগুলোর ভাড়া এবং অন্যান্য অনুদানের মাধ্যমে যে অর্থ আসে, তা মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার করার কথা। কিন্তু বাস্তবে তা হয়নি বলে দাবি করেন তারা।

অভিযোগের তীর শিবচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মসজিদ কমিটির সভাপতি আব্দুল লতিফ মুন্সীর দিকে।

দীর্ঘদিন ধরে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে থেকে তিনি মসজিদের দোকান ভাড়া ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত টাকা ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন মুসল্লিরা।

মানববন্ধনে বক্তারা দ্রুত আত্মসাৎকৃত টাকা মসজিদের উন্নয়ন তহবিলে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

 

সূত্র: https://youtu.be/IEQlQJ-BSx4?si=mVOtKaYQrceYR8WV

আরএইস

×