
এপ্রিল মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বেড়েছে
এপ্রিল মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, গম, চাল, মাংস এবং দুগ্ধজাত পণ্যের দাম বেড়ে যাওয়ায় খাদ্য মূল্যসূচক ১ শতাংশ বেড়েছে। খবর রয়টার্সের।
এফএও’র খাদ্য মূল্যসূচক এপ্রিল মাসে দাঁড়িয়েছে ১২৮.৩ পয়েন্টে। মার্চ মাসে যা ছিল ১২৭.১। অর্থাৎ মাসিক ভিত্তিতে সূচকটি ১ শতাংশ বেড়েছে। তবে ২০২২ সালের মার্চে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যেই উচ্চতায় পৌঁছেছিল, তার তুলনায় এখনো ১৯.৯ শতাংশ কম।
রপ্তানি কমে যাওয়ায় রাশিয়ার গমের সরবরাহ সংকুচিত হয়েছে। অন্যদিকে চালের দাম বেড়েছে বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধির কারণে। যুক্তরাষ্ট্রে ভুট্টার মজুতও কমে গেছে। ফলে সামগ্রিকভাবে শস্য মূল্যসূচক বেড়েছে ১.২ শতাংশ। যদিও আগের বছরের এপ্রিলের তুলনায় সূচকটি ০.৫ শতাংশ কম।
এপ্রিল মাসে মাংস মূল্যসূচক বেড়েছে ৩.২ শতাংশ। শূকরের মাংসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে গরুর মাংসের আমদানি চাহিদা বেড়েছে। দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক বেড়েছে ২.৪ শতাংশ, যা এক বছরে বেড়েছে ২২.৯ শতাংশ। ইউরোপে মাখনের মজুত হ্রাস পাওয়ায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে এ পণ্য।
অন্যদিকে, পাম তেলের দাম কমে যাওয়ায় উদ্ভিজ্জ তেলের মূল্যসূচক কমেছে ২.৩ শতাংশ এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার প্রভাবে চিনির দাম কমেছে ৩.৫ শতাংশ।
২০২৫ সালে বৈশ্বিক গম উৎপাদন ৭৯৫ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে এফএও, যা ২০২৪ সালের সমান। তবে গত বছর মোট শস্য উৎপাদনের পূর্বাভাস সামান্য কমিয়ে ধরা হয়েছে ২.৮৪৮ বিলিয়ন টন।