ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পিনাকী ভট্টাচার্য

বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে বাংলাদেশের এলিটরা, তাই তাদেরকে গালি দেই: পিনাকী ভট্টাচার্য

প্রকাশিত: ২১:৫৮, ২ মে ২০২৫; আপডেট: ২২:০৩, ২ মে ২০২৫

বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে বাংলাদেশের এলিটরা, তাই তাদেরকে গালি দেই: পিনাকী ভট্টাচার্য

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে বাংলাদেশের এলিটরা—এমন মন্তব্য করেন লেখক এবং অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সম্প্রতি চ্যানেল আই-এর পর্দায় সালাম স্টিল ‘স্ট্রেট কাট’-এর আয়োজনে অনলাইনে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

পিনাকী ভট্টাচার্য বলেন, "বাংলাদেশের যে দুর্দশা, এই দুর্দশার জন্য দায়ী কারা? এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা। যারা রাষ্ট্রক্ষমতায় থাকে এবং যারা সমাজকে নিয়ন্ত্রণ করে—সেই শিক্ষিত শ্রেণিই বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে। আর সেই কারণেই বাংলাদেশের এত দুর্দশা।"

তিনি আরও বলেন, "সাধারণ মানুষ কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও পাচার করেনি; বরং তারা বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে। এরাই সেই মানুষ, যারা বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে। বাংলাদেশের এলিটরা অর্থনীতিতে এক ফোঁটা টাকাও কন্ট্রিবিউট করে না। বাংলাদেশ অর্থনীতিতে অবদান রাখে তারাই, যারা গার্মেন্টসে মেশিন চালায়, যারা ঠেলাগাড়ি ঠেলে, যারা রিকশা চালায়, যারা শ্রমিক হিসেবে হাতুড়ি চালিয়ে বিল্ডিং তৈরি করে, যারা বাস চালায়, টেম্পু চালায়, ক্ষেতে ফসল ফলায়—তাঁরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। এবং এদের উৎপাদিত সম্পদ চুরি করে বিদেশে পাচার করে কারা? এলিটরা।"

তিনি আরও বলেন, "এলিটদের তিনটা ভয়—একটা সম্মান হারানোর ভয়, একটা মার খাওয়ার ভয়, আরেকটা সম্পদ হারানোর ভয়। আমি তো আর মারতে পারব না তাদের, তাই তাদের গালি দিই। সম্মান হারানোর ভয়—এটলিস্ট এই গালির কারণে যেন তারা ঠিক থাকে। এই গালির তরে যদি তারা ঠিক থাকে, তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারব। আদারওয়াইজ, এরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানিয়ে রাখবে। এবং যারা আসলে দাসের জীবন বানিয়ে রাখছে, তাদের জন্য তো গালিই প্রাপ্য।"

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=3323150201161233&rdid=rMwSM2Hx3hgw5KjD

ইমরান

আরো পড়ুন  

×