ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসকে এনসিপির সিদ্ধান্ত জানিয়ে দিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

প্রকাশিত: ২১:৩০, ২ মে ২০২৫; আপডেট: ২১:৩০, ২ মে ২০২৫

ড. ইউনূসকে এনসিপির সিদ্ধান্ত জানিয়ে দিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে

ছবি: সংগৃহীত

রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ তুলে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “প্রিয় সংগ্রামী সহযোদ্ধা, আজকের এই ময়দান থেকে শুধু একটি কথাই বলবো—ড. মুহাম্মদ ইউনূস, আপনি এই আহত ও শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, কোনো দাবি করছি না। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি—আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোনো যদি, কিন্তু, অথবা নেই।”

তিনি আরও বলেন, “এই গণহত্যাকারী আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।”

উল্লেখ্য, সমাবেশে এনসিপি নেতারা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক গুম, খুন ও দমন-পীড়নের মাধ্যমে দেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করাই এখন সময়ের দাবি।

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=1640543379959563&rdid=71otEQIylLvecaIY

আবীর

আরো পড়ুন  

×