
ছবি: সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ মামলায় মাদারীপুরের ডাসারে মো. জসিম বেপারী (৩৯) নামে একজন সহকারি শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জসিম বেপারী ডাসার উপজেলার ১১৫ নং সৈয়দ আতাহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও একই উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের সোমেদ বেপারীর ছেলে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, শিক্ষক জসিম বেপারী সম্প্রতি তার ব্যবহৃত মোবাইল ফোনে অন্তবর্তী সরকারের শীর্ষ কয়েকজন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ব্যবহার করেন। সেখানে ভুয়া গেজেট তৈরি করে অপপ্রচারের পরিকল্পনা করেন। এছাড়া জননিরাপত্তা বিনষ্ট করার পাশাপাশি সার্বভৌমত্ব নষ্ট করার পাঁয়তারার অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে।
এই ঘটনায় ডাসার থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সকালে তাকে গ্রেফতার করে। বিষয়টি জানতে পেরে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সহকারি শিক্ষক জসিম বেপারী রাষ্ট্রদোহ মামলায় গ্রেফতার হন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ওই শিক্ষককে রাষ্ট্রদোহ মামলায় গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাকিব