
ছবি: সংগৃহীত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজকে কেন্দ্র দুই গ্রুপের সংর্ঘষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল বুধবার (১৯ মার্চ) রাত ৯ টায় তার মৃত্যু হয়।
এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রহিম মিঝি, মো. জসিম উদ্দিন মিঝি, আল আমিন ও মামুন। এরা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বেলা ১১টার দিকে উপজেলা শহরের হাজিরহাট বাজারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রদল ও বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদসহ এলাকার লোকজন মিলে কাজে বেড়িবাঁধের কাজে অনিয়ম হচ্ছে বলে প্রতিবাদ জানায়। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে কাজের দায়িত্বে থাকা গিয়াস উদ্দিন মিঝি, তার আত্মীয়-স্বজন ও অন্যান্য শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ, সোহান, সোহাগ, মামুন, সাফায়াত রাব্বিসহ ১০ জন গুরুত্বর আহত হয়।
আহতদের চরফ্যাশন ও মনপুরায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুত্বর আহত রাশেদকে প্রথমে ভোলা সদর ও বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর মনুপরা উপজেলা বিএনপির সভাপতি মো. সাসুদ্দিন বাচ্চু চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মিলন মাতাব্বর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, মনপুরা উপজেলায় চলমান বেড়িবাঁধের উন্নয়ন কাজে দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম হচ্ছে। যার প্রেক্ষিতে স্থানীয় সচেতন জনতা বারবার অনিয়মের প্রতিবাদ করে আসছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গিয়াস উদ্দিন মিঝির নেতৃত্বে বুধবার (১৯ মার্চ) সকালে সাড়ে ৯টার দিকে প্রতিবাদী জনতার ওপর অতর্কিত হামলা চালিয়ে শতাধিক লোককে নির্মমভাবে আহত করা হয়। একই সঙ্গে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ হোসেনকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়।
বিজ্ঞপ্তিতে হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী গিয়াস উদ্দিন মিজিসহ জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দবি করেন তারা। পাশাপাশি শান্তিপ্রিয় মনপুরায় একটি প্রাণও যেন আর না ঝড়ে সে ব্যাপারে তারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে আরও দায়িত্বশীল এবং সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মরকলিপি পেশ করেছে বিএনপি দলীয় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ছাত্রদলের একাংশ। মনপুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্ছু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, বিএনপি নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাস্টার জামাল উদ্দিন, জলিল মেম্বার, ছাত্রদলের সাবেক সভাপতি আল আমীন, সাবেক সম্পাদক নুর আলম শামীম, ছাত্রদল নেতা রাকিব, মামুন, রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান সাংবাদিকদের জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত রাশেদের বড় ভাই মো. আজাদ বাদী হয়ে বুধবার রাত আড়াইটার দিকে মনপুরা থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।
হাসিব/রাকিব