ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আ.লীগের নিপীড়নের বিরুদ্ধে সুফিদের লড়াই প্রশংসনীয়: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত: ০০:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের নিপীড়নের বিরুদ্ধে সুফিদের লড়াই প্রশংসনীয়: উপদেষ্টা মাহফুজ

ছবি: সংগৃহীত।

গত দেড় দশকে নবীজীর উম্মতের ওপর আওয়ামী লীগের যে নিপীড়ন চালানো হয়েছে, তার বিরুদ্ধে সুফি সম্প্রদায়ের সংগ্রাম অত্যন্ত প্রশংসনীয় ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) মিলনায়তনে জাতীয় সুফি সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মাহফজু আলম বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সুফিদের ইনসাফের পক্ষে থেকে লড়াই চালিয়ে যেতে হবে।’

মাজার ও খানকা ভাঙার বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগামীতে যে এমন ঘটনা না ঘটে সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সুফিরা যেমন এদেশে জঙ্গল সাফ করে মসজিদ বানিয়েছেন একই সঙ্গে তারা বিভিন্ন অনিয়মের সঙ্গে লড়াই সংগ্রামও করেছেন।’
 
সুফি নামধারী আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল বলেও মন্তব্য করেন মাহফুজ আলম।
 
তিনি বলেন, ‘সরকার সবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

নুসরাত

×