
ছবিঃ সংগৃহীত
ইডেন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখি আক্তারকে শিক্ষার্থীরা আটক করার পর পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং অনার্সের সার্টিফিকেট তুলতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন, তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে প্রশাসন তাকে সেফ এক্সিট দিয়েছে। এর আগে নিষিদ্ধ কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকেও গ্রেপ্তার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো প্রোগ্রামের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএমপি কমিশনার।
তথ্যসূত্রঃ https://ekattor.tv/capital/75309/%E0%A6%87%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87-
মারিয়া