ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনের পর সমর্থকদের পোস্ট মুছে ফেলার হিড়িক: প্রেস সচিব

প্রকাশিত: ০২:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদনের পর সমর্থকদের পোস্ট মুছে ফেলার হিড়িক: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধ ও জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতিসংঘের ঐ প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে, এক ধরনের ‘পোস্ট মুছে ফেলা’র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ অনুসারীরা আগে করা সমর্থনসূচক পোস্টগুলো মুছে ফেলছেন। এমনকি সূক্ষ্মভাবে শেখ হাসিনাকে সমর্থন জানানো অনেক ‘ইনায়া-বিনায়া’ ধরনের পোস্টও হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, অনেকেই হয়তো জানে না যে, কোনো স্বৈরশাসকের প্রতি প্রকাশ্য সমর্থন ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক মাধ্যমে দেওয়া পুরনো পোস্ট কেউ পেশাগত জীবনে সমস্যার মুখে ফেলতে পারে, এমনকি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কিংবা মানসিক সুস্থতা সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হতে হতে পারেন সংশ্লিষ্টরা।

এম.কে.

×