ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া

১৮ কোটি মানুষের সাহস আছে সীমান্তে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না

প্রকাশিত: ০৫:৩১, ২৪ জানুয়ারি ২০২৫

১৮ কোটি মানুষের সাহস আছে সীমান্তে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয়দের উদ্দেশ্যে বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “১৮ কোটি মানুষের সাহস আছে, সীমান্তে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আমি যখন জিরো লাইনে দাঁড়িয়ে আছি, তখন আপনাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আমি একাই বিএসএফকে সামাল দেওয়ার জন্য যথেষ্ট। প্রয়োজন হলে আমি আপনাদের ডাকব।”

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজিবি প্রস্তুত, ভয় পাওয়ার কারণ নেই

লে. কর্নেল কিবরিয়া বলেন, “আমাদের হাতে অস্ত্র, ট্রেনিং এবং মনোবল আছে। দেশের ১৮ কোটি মানুষ আমাদের পাশে আছে। তাই বিজিবি সীমান্তে থাকলে ভয়ের কোনো কারণ নেই। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত রাখতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “বর্ডার এলাকায় শূন্য লাইন অতিক্রম করে বেশি বাংলাদেশিরাই ভারতে প্রবেশ করে। দুই বছরের দায়িত্বকালে আমি কখনো ভারতীয় কৃষককে বাংলাদেশে ঢুকতে দেখিনি। তবে চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ফেনসিডিল ও চোরাই মোবাইল ফোনের প্রবাহ ব্যাপক। এ প্রবণতা বন্ধে সবাইকে সচেতন হতে হবে।”

মাদক ও চোরাচালান প্রতিরোধে আহ্বান

তিনি বলেন, “৫০০ টাকার জন্য ফেনসিডিল আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত বা আহত হওয়ার চেয়ে দেশের জন্য জীবন দেওয়াই শ্রেয়। মাদক ও চোরাচালান পণ্য আনা বন্ধ করতে হবে। যারা এসব আনবে, তাদের প্রতিরোধ করতে হবে। মাদক এবং চোরাই মোবাইল ফোন ব্যবহার না করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। আগে নিজেদের ঠিক করতে হবে।”

গ্রামবাসীর সহযোগিতার প্রশংসা

গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লে. কর্নেল কিবরিয়া বলেন, “শিবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ গ্রামবাসী সব সময় বিজিবির পাশে ছিলেন। শুধু শিবগঞ্জবাসী নয়, পুরো দেশের ১৮ কোটি মানুষ বিজিবির পাশে আছে। তাদের সমর্থন আমাদের আরও শক্তিশালী করে তোলে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, এবং শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক প্রমুখ।

মো. মহিউদ্দিন

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার