ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

জুলাই- আগস্ট গণহত্যার বিচারের সঠিক জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২২:৫৩, ১৪ নভেম্বর ২০২৪

জুলাই- আগস্ট গণহত্যার বিচারের সঠিক জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র

জুলাই-আগস্ট গণহত্যা।

সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। দুপুরে বৈঠকে বসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সঙ্গে। প্রসিকিউশন টিম হারিয়ে যাওয়া এভিডেন্স সংগ্রহে সহযোগিতা চান মার্কিন প্রতিনিধি দলের।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায় ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় এক ঘণ্টা।

রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্ব পায় জুলাই-আগস্ট গণহত্যার বিচারে জবাদিহিতা ও স্বচ্ছতার ওপর। পরে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিনিধি দলের প্রধান জানান জবাদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন উপদেষ্টার। সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম। তবে কোন প্রক্রিয়ায় ডিজিটাল এভিডেন্স সংগ্রহে সহযোগিতা করবে মার্কিন দল তা পরে জানানো হবে বলে জানান তারা।

রিয়াদ

×