ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

রাজশাহীতে ভয়ংকর হয়ে ফিরছে নিষিদ্ধ ছাত্রলীগ!

প্রকাশিত: ২২:৫১, ১১ নভেম্বর ২০২৪; আপডেট: ০০:১৭, ১২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে ভয়ংকর হয়ে ফিরছে নিষিদ্ধ ছাত্রলীগ!

এবার রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের ডিজিটাল স্ক্রলিং বোর্ডে  কলেজের শিক্ষার্থীদের ক্লাসে ৭০% উপস্থিতি বাধ্যতামূলক লেখার পরিবর্তে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বার্তা প্রচার করা হয়েছে।

 

আজ রবিবার ১১ই নভেম্বর বিকেলে এই বোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ আবারও আসবে ভয়ংকর রূপে, সাবধান’ লেখাটি ভেসে উঠে। 

এ ঘটনায়  জানাজানি হলে ফেসবুকে এ নিয়ে  বইছে তুমুল সমালোচনার ঝড়। কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, আজ বিকেলে ডিজিটাল স্ক্রলিং বোর্ডে ওই বার্তাটি স্ক্রল হতে দেখা যায়। মুহূর্তেই এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্ধ্যায় জরুরি একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বসে কলেজ প্রশাসন।

কলেজের আইটির দায়িত্বে থাকা আসলাম জানান, আমি বিকেল ৫টায় কম্পিউটার অফ করে চলে গেছি। কে করল বা কিভাবে ঘটল আমি জানি না। এই অ্যাপসটি এখন হ্যাক করা সম্ভব। হয়তো বাহির থেকে কেউ ল্যাপটপ বা ফোন দিয়ে লেখাটি পরিচালনা করেছে।

রাজশাহীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন সুস্পষ্ট বর্ণনা দিতে পারছি না যে কে বা কারা করল কিংবা কীভাবে ঘটল। সন্ধ্যার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি কীভাবে এটি ঘটল। 

তিনি আরও বলেন, আমরা কলেজ প্রশাসন বিষয়টি তদারকি করছি। আশা করছি অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হবো। আমরা তাৎক্ষণিক মিটিং ডেকেছি। আমরা এটা শনাক্ত করব।

ফুয়াদ

×

শীর্ষ সংবাদ:

রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে