ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

হাসিনার রেকর্ড: এই প্রথম নাম নিলেন না বিএনপি জামায়াতের

প্রকাশিত: ২১:১৪, ৩ নভেম্বর ২০২৪

হাসিনার রেকর্ড: এই প্রথম নাম নিলেন না বিএনপি জামায়াতের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পরিণত হয়েছে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই।শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্যটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর এটিই তার প্রথম কোনো বিবৃতি।

 

 

রবিবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, হাসিনা বলেন শোক পালনের অধিকার নেই। পঁচাত্তরের পরেও কুচক্রিমহল একই পরিবেশ তৈরি করেছিল। আজ প্রশ্ন জাগে, মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিল?’

আরও বলা হয়, আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ৩ নভেম্বর।

আগস্ট হত্যাকাণ্ডের মাত্র তিন মাসের মধ্যে এইদিনে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়।

হাসিনার এই প্রথম বিবৃতিতে নাম নিতে দেখা যায় নি বিএনপি বা জামায়াতের।অতীতে হাসিনার সমস্ত বক্তব্যেই দেখা গিয়েছে জামায়াত শিবির বা বিএনপিকে উল্লেখ করে কিছু না কিছু বলতেনই হাসিনা।কিন্তু এবারই প্রথম বিএনপি জামায়াতের নাম উল্লেখ না করায় মানুষ এটিকে রেকর্ড হিসাবে দেখছেন।অন্যদিকে তারা আরও মনে করছেন মূলত চাপে পড়ে বা কারো ইন্ধনেই হাসিনা এমন কথা উল্লেখ করেন নি।

ফুয়াদ

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে