ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-২০

নৌকায় চড়ে জিতলেন বেনজীর আহমদ

নিজস্ব সংবাদদাতা,ধামরাই,ঢাকা

প্রকাশিত: ০০:৩৬, ৮ জানুয়ারি ২০২৪

নৌকায় চড়ে জিতলেন বেনজীর আহমদ

বেনজীর আহমদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনটিতে ২৯০৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

রবিবার (০৭ জানুয়ারী) রাত ৮.৫০ মিনিটির দিকে ধামরাই উপজেলা অডিটরিয়ামে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এই আসনটির ১৪৯ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ৮৩৭০৯ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (কাঁচি প্রতীকের) মোহাদ্দেছ হোসেন পেয়েছেন ৫৪৬১৩ টি ভোট। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ট্রাক প্রতীকের) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক পেয়েছেন ২১২৩৬ টি ভোট, জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল খোকন পেয়েছেন ১২৭৯ টি ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত একতারা প্রতীকের মিনহাজ উদ্দিন পেয়েছেন ২৭৮ টি ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত আম প্রতীকের রেবেকা সুলতানা পেয়েছেন ২১৪ টি ভোট, মুক্তিজোট পার্টির মনোনীত ছড়ি প্রতীকের মোঃ আমিনুর রহমান পেয়েছেন ২৭৫ টি ভোট।

এ আসনটি ১টি পৌরসভা ও ১৬ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। এ আসনটিতে সাত জন সংসদ সদস্য পদ-প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৫৫হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ৭৭হাজার ৪১২ জন,মহিলা ভোটার ১লক্ষ ৭৮ হাজার ৫৭০ জন।

এবি

×