
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি।
রাজধানীর মুগদায় পৃথক ঘটনায় মিথিলা আক্তার মেঘলা (১৭) নামে এক কিশোরীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য সকালে দুটি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগের বেগুনবাড়ি দক্ষিণগাঁও এলাকার আক্কাস আলী ও সুমি বেগম দম্পতির মেয়ে মিথিলা। তার মরদেহের সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিথিলা লাশ উদ্ধার করেন তিনি। মিথিলার শরীরে কোথাও কোনো রকমের চিহ্ন না থাকলেও তার গলায় অর্ধচন্দ্রকৃতির কালো দাগ রয়েছে
তিনি বলেন, গত ৪-৫ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন মিথিলা। তবে বিয়ের বিষয়টি তাদের দুই পরিবারেই কেউই মেনে নিচ্ছিলো না। এ নিয়ে পারিবারিক মনোমালিনের চলছিল। সেই অভিমানে মিথিলা গতকাল রবিবার বাথরুমে গলায় ফাঁস দেন। বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে উপ-পরিদর্শক (এসআই) সাহিদ হাসান জানান, গতকাল রবিবার সাড়ে দশটার দিকে একই হাসপাতাল থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা (৩৪) এক ব্যক্তির মরদেহ। তিনি ভবঘুরে প্রকৃতির। গত ২১ তারিখ রাতে এক পথচারী তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এম হাসান