ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সেরা রিজিওনাল এয়ারলাইন্স ভিস্তারা 

প্রকাশিত: ১৯:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৩

সেরা রিজিওনাল এয়ারলাইন্স ভিস্তারা 

অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এবার ২০২৩ সালের সেরা রিজিয়নাল এয়ারলাইন্সের খেতাব পেয়েছে ভিস্তারা এয়ারলাইন্স। ভারতের এই এয়ারলাইন্সটি খুব দ্রুততম সময়েই এভিয়েশান খাতে সবার নজর কেড়েছে। এ ছাড়া এ বছরের সেরা আন্তজার্তিক খেতাব পেল মধ্যপ্রাচ্যভিত্তিক এমিরেটস এয়ারলাইন। সেরা ইকোনমিক ক্লাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ডমেস্টিকে ইউএস বাংলা ও  অনটাইম পারফর্মেন্স ক্যাটাগরিতে পেয়েছে নভোএয়ার। 

বুধবার  রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্যা এয়ার -২০২৩’ এর গালা অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানে সেরা এয়ারলাইন্সের ঘোষণা করা হয়।  এসময় এয়ারলাইন্সটিকে অ্যাওয়ার্ড তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

ভিস্তারা এয়ারের বাংলাদেশের জিএসএ মাস ট্যুরের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বলেন, সেবা ও নিরাপত্তায় যাত্রীদের মন কেড়েছে ভিস্তারা। আগামীতে সব ক্যাটাগরিতেই ভিস্তারা সেরা খেতাব জিতাই আমাদের টার্গেট। 

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মোট ১৬টি ক্যাটাগরিতে সেরা নির্বাচিতদের পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে সেরা বিজনেস ক্লাস এয়ারলাইন্স এমিরেটস, সেরা ইকোনমিক ক্লাসের এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেরা ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এমিরেটস এয়ারলাইন, সেরা ইনফ্লাইট মিল (খাবার) বিজনেস ক্লাস কাতার এয়ারওয়েজ, সেরা ইনফ্লাইট মিল (খাবার) ইকোনমি ক্লাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেরা লয়ালিটি প্রোগ্রাম এমিরেটস, সেরা এয়ারপোর্ট লাউঞ্জ সিটি ব্যাংকের অ্যামেক্স লাউঞ্জ, সেরা রিজিয়নাল এয়ারলাইন্স ভি¯তারা, সেরা লং হউল এয়ারলাইন্স এমিরেটস, সেরা বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো, সেরা অন-টাইম পারফরম্যান্স (ডমেস্টিক) নভোএয়ার, সেরা কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন্স (ডমেস্টিক) ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট ইনফ্লাইট সার্ভিস (ডমেস্টিক) এয়ার অ্যাস্ট্রা, ডমেস্টিক এয়ারলাইন্স অব দ্যা ইয়ার ইউএস-বাংলা এয়ারলাইন্স, বেস্ট কার্গো এয়ারলাইন্স কাতার এয়ার এবং এয়ারলাইন্স অব দ্যা ইয়ার-২০২৩ পেয়েছে এমিরেটস। 

চলতি বছরের জুলাই মাসে সেরা এয়ারলাইন্স নির্বাচনের জরিপ শুরু হয়। বিভিন্ন পেশা গ্রুপের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি জুরি বোর্ড জরিপ ফলাফল বিশ্লেষণ এবং বিজয়ী নির্বাচন করে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়াত-উল-ইসলাম, শেয়ার ট্রিপের কো-ফাউন্ডার ও সিইও সাদিয়া হক, দ্যা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
 

 

আজাদ সুলায়মান

×