ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

হলের ছাদ থেকে নিচে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত: ১০:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৩

হলের ছাদ থেকে নিচে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

নিহত শিক্ষার্থী, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের ছাদ থেকে নিচে পড়ে ফিরোজ কাজী (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের (চাইনিজ এজ এ ফরেন ল্যাংগুয়েজ) ৪র্থ বর্ষের ছাত্র তিনি।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাতে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।

তিনি আরো জানান, নিহতের সহপাঠীরা জানিয়েছেন, রাতে বিজয় ৭১ হলের সামনে একটি শব্দ শুনতে পান তারা। এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফিরোজ। ওই হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা। তবে ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মৃত ফিরোজ কাজীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়। ঢাবির মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হলের এই শিক্ষার্থী বেশ কয়েকদিন ধরে হতাশ ছিলেন এবং একাকী চুপচাপ থাকতেন বলে জানা গেছে।


 

টিএস

×