
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
রাজধানীর বংশালে চাঁদা না দেওয়ার জেরে সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বংশাল আলু বাজার বড় মসজিদের পাশে একটি সেলুনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল মতিন (৬৪), তার স্ত্রীর রানু বেগম (৫০), তাদের ছেলে মাসুদ রানা (২৫) ও আব্দুল মতিনের ভাই মাসুম (৪৬)।
আহত রানু বেগমের মেয়ের জামাই মাইনুদ্দিন রাসেল জানান, এলাকার কিছু চাঁদাবাজ গতকাল সোমবার ওই সেলুনে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আজ ১০-১৫ জন সন্ত্রাসী সেলুনে ঢুকে তাদের মারধর করে পালিয়ে যায়। আহতদেরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি বংশাল থানায় জানানো হয়েছে।
এম হাসান