ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সাঈদীর চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশিত: ১০:৪৯, ১৬ আগস্ট ২০২৩; আপডেট: ১১:১০, ১৬ আগস্ট ২০২৩

সাঈদীর চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ সংবাদ সম্মেলন স্থগিত

দেলাওয়ার হোসাইন সাঈদী

যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে আবার স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবরশত বিএসএমএমইউর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।

আরও পড়ুন:দুই মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১ বছর


চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

এদিকে সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডাক্তার এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সাঈদীর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন তিনি।

 এসআর

আরো পড়ুন  

×