
বরগুনার তালতলীতে চেক প্রতারণা ।
বরগুনার তালতলীতে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলায় দুই মাসের সাজা এবং দুই লাখ টাকার অর্থদন্ড হয়েছিলো মো. মহসিন ফকির (৩৭)। এই সাজা থেকে বাঁচতে গত এক বছর তিনি পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়তে হয়েছে ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ছোট বগী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মহসিন উপজেলার চরপাড়া এলাকার মৃত্যু শাহজাহান ফকিরের ছেলে।
আরও পড়ুন:ওমরাহ করতে সৌদি গেলেন হারুন
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২২ সালের প্রথম দিকে বরগুনার আদালতে মো. মহসিন ফকিরের বিরুদ্ধে চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়। ঐ মামলার শুরু থেকেই তিনি আদালতে হাজিরা দেয়নি। এর পরে দুইটি শুনানি শেষে আদালত মহসিন ফকির কে দুই মাসের কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদন্ড দেন।
তালতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর মহসিন কে খুঁজতে মাঠে নামে পুলিশ। গত এক বছর যাবৎ তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমিসহ পুলিশের একটি টিম গাবতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম খান সাজাপ্রাপ্ত মহসিন কে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআর