ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাথরুমে বালতির পানিতে পরে শিশুর মৃত্যু

মেডিকেল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১৭ জুলাই ২০২৩

বাথরুমে বালতির পানিতে পরে শিশুর মৃত্যু

মানচিত্র

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় বাথরুমে বালতির পানিতে পরে জারির নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বেলা সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। দেখতে পেয়ে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির বাবা আক্তার হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তিনগাঁও গ্রামে। বর্তমানে এলিফ্যান্ট রোডের ওই বাসার ৪র্থ তলায় ভাড়া থাকেন। এলিফ্যান্ট রোডে ইলেক্ট্রিকের ব্যবসা আছে তার। তিন ভাই এক বোনের মধ্যে জারির ছিল ছোট।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ও জারির মা জোসনা বেগম বাসায় কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জারির হামাগুড়ি দিয়ে বাথরুমে চলে যায়। সেখানে থাকা পানি ভরা বালতির মধ্যে উপুর হয়ে পড়ে যায়। দেখতে পেয়ে তার মা বালতির পানি থেকে তুলে আক্তারকে ফোনে জানান। তখন তিনি বাসায় গিয়ে জারিরকে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিউমার্কেট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×