ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাজশাহী সিটির মেয়র নির্বাচিত খায়রুজ্জামান লিটন

প্রকাশিত: ২০:৫০, ২১ জুন ২০২৩

রাজশাহী সিটির মেয়র নির্বাচিত খায়রুজ্জামান লিটন

খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট।

বুধবার (২১ জুন) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে খায়রুজ্জামান লিটনকে রাজশাহীর মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়। 

মোট ১৫৫ কেন্দ্রের ফলাফল থেকে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট। আর তার নিকটতম হাতপাখার প্রার্থী মো. মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট। 

রাজশাহীতে মেয়র পদে লড়েছেন চার জন। মেয়র প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম এবং জাকের পার্টির লতিফ আনোয়ার। এ ছাড়া, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এদের মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ ভোটার, নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×