ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দীর্ঘায়ু বিড়াল!

ইউপিআই অবলম্বনে

প্রকাশিত: ২৩:০০, ৩ জুন ২০২৩

সবচেয়ে দীর্ঘায়ু বিড়াল!

বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু বিড়ালের বয়স ৩২ বছর

গৃহপালিত বিড়াল সাধারণত বাঁচে ১৪-১৬ বছর। তবে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের বয়স জানলে আপনার চোখ কপালে উঠবে। বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু বিড়ালের বয়স ৩২ বছর, যা সাধারণ বিড়ালের আয়ুকালের দ্বিগুণেরও বেশি। ওই বিড়ালের নাম রোজি। ইংল্যান্ডের নরউইচের বাসিন্দা লীলা ব্রিসেট গত বৃহস্পতিবার তার পোষ্য প্রাণী রোজির ৩২তম জন্মদিন পালন করেন। লীলা ব্রিসেট জানান, রোজি ১৯৯১ সালের ১ জুন জন্মগ্রহণ করে। বৃহস্পতিবার স্থানীয় ক্যাট ক্যাফের তৈরি একটি স্যামন কেক দিয়ে এটির ৩২তম জন্মদিন পালন করা হয়। রোজি ইতোমধ্যে অর্ধেক কেক খেয়ে ফেলেছে, আর আশা করছি ঘুম থেকে উঠে লাঞ্চের সময় সে বাকি কেক খেয়ে ফেলবে। 

ব্রিসেট আরও জানান, তিনি রোজিকে সবচেয়ে দীর্ঘায়ু বিড়াল হিসেবে সত্যায়িত করতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সঙ্গে যোগাযোগ করেছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিড়ালের রেকর্ডের মালিক ইংল্যান্ডের আরেকটি বিড়াল, যার বয়স ২৬ বছর। নভেম্বর ২০২২ ওই বিড়ালকে সবচেয়ে দীর্ঘায়ু বিড়ালের তকমা দেওয়া হয়েছিল। -ইউপিআই অবলম্বনে 

×