
মধ্যযুগের কিছু দুর্লভ পাণ্ডলিপি আবিষ্কৃত হয়েছে
ইংরেজি সাহিত্যের মধ্যযুগের তেমন নিদর্শন পাওয়া যায় না। তবে সম্প্রতি মধ্যযুগের কিছু দুর্লভ পাণ্ডলিপি আবিষ্কৃত হয়েছে। পঞ্চদশ শতকের এসব পাণ্ডুলিপি খুঁজে পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ড. জেমস ওয়েড। বুধবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পা-ুলিপিগুলোর বিষয়বস্তু নিয়ে ড. জেমস ওয়েড জানান, এর মধ্যে থাকা লেখাগুলো মূলত কোনো চারণ কবির। সেই আমলে কোনো স্টেজে দাঁড়িয়ে উপস্থিত দর্শকদের সামনে এ ধরনের পা-ুলিপি পাঠ করা হতো।
সম্প্রতি আবিষ্কৃত ওই পা-ুলিপিগুলো তৎকালীন শাসক, পুরোহিত, এমনকি শ্রমজীবী মানুষদেরও ব্যঙ্গ করে লেখা হয়েছে। শুধু তাই নয়, লেখাগুলোতে দর্শকদের মাতাল হওয়ারও ইন্ধন দেওয়া হয়েছে। এর মাধ্যমে সেই সময়ের একটি ফুর্তিবাজ সমাজেরও চিত্র ফুটে উঠেছে। যিনি বা যে কবি এ ধরনের পা-ুলিপি দর্শকদের সামনে হাস্য রসাত্মকভাবে পাঠ করতেন, মধ্যযুগে তাদের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো।
ওয়েড জানান, ওই পা-ুলিপিগুলো যখন পাঠ করা হতো-তখন সিংহাসনের নিয়ন্ত্রণ নিয়ে চারদিকে যুদ্ধ বিগ্রহের মধ্যে ইংল্যান্ডের মানুষের জীবন অনেক কষ্টকর ছিল। তারপরও সাধারণ মানুষ হাসি আনন্দে তাদের জীবনকে দারুণভাবে উদ্যাপন করত।- বিবিসি অবলম্বনে