ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজেটে সিগারেটের দামে বাড়ছে

প্রকাশিত: ১৭:২২, ৩১ মে ২০২৩; আপডেট: ১৮:৪৪, ৩১ মে ২০২৩

বাজেটে সিগারেটের দামে বাড়ছে

সিগারেট

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এবার তামাকজাত পণ্যের দাম বাড়ানো হচ্ছে। ফলে বাড়ছে সব ধরণের সিগারেট, জর্দা ও গুলের দাম বাড়লেও বিড়ির দাম অপরিবর্তিত থাকবে। 

আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশ করবেন। একাদশ জাতীয় সংসদের বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। আর দেশের জিডিপির আকার ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা করা হচ্ছে। মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা অর্থমন্ত্রীর। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। যেখানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের লক্ষ্যমাত্রা হতে যাচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। 

এদিকে, আইএমএফের শর্ত পূরণ ও জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও করারোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা আসতে পারে। এসব কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম বাড়তে পারে। তবে কিছু পণ্যের দাম কমতেও পারে। 

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×