ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে

প্রকাশিত: ২০:৪০, ২১ মার্চ ২০২৩

কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে

টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ৭ এপ্রিল থেকে শুরু হবে। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২১শে মার্চ) দুপুরে রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, এবারের ঈদুল ফিতরে ট্রেনের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে না। অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

নূরুল ইসলাম সুজন জানান, আগামীতে শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। প্রস্তুতি হিসেবে এবারের ঈদকে বেছে নেয়া হয়েছে। এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।

নূরুল ইসলাম জানান, ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি হবে ১৭ এপ্রিল থেকে।

এসআর

×