
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূ তাদের বিবেকের ওপর ছেড়ে দিলাম। তবে এই পদযাত্রা কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সড়ক বন্ধ করে বৈধ কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।
কমিশনার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনগুলো রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে—এসবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে কর্মদিবসে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর কর্মসূচি না দেয়ার অনুরোধ করছি। এসব রাজনৈতিক কর্মসূচি বন্ধের দিন পালনের অনুরোধ করছি।
বৃহস্পতিবার পুরান ঢাকা থেকে দলীয় কার্যালয় হয়ে প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
এমএম