ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয়, নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়ার চেষ্টা

প্রকাশিত: ১৭:১৭, ২৭ জানুয়ারি ২০২৩

বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয়, নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়ার চেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুতের দাম এখন থেকে প্রতি মাসেই সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, বোরো মৌসুমে লোডশেডিংয়ের তেমন সমস্যা হবে না। এছাড়া সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে বেঁধে দেয়া সময়ে কাজ চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, শীত মৌসুমেও কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে। তবে বোরো মৌসুমে সেচের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলেও তেমন সমস্যা হবে না। বিদ্যুতের দাম এখন থেকে প্রতি মাসেই সমন্বয় করা হবে। 

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিশ্ব বাজারের সঙ্গে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এপ্রিল থেকে নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়ার চেষ্টা করা হচ্ছে । আগামী দুই মাসের মধ্যে ভোলা থেকে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে। 

এমএম

×