ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা জাহাজে পণ্য পাঠিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:৩২, ২২ জানুয়ারি ২০২৩

রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞা জাহাজে পণ্য পাঠিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া জেনেশুনে নিষেধাজ্ঞায় থাকা জাহাজের নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য পাঠিয়েছে। রাশিয়ার কাছ থেকে এ বিষয়টি বাংলাদেশ আশা করেনি। 

রবিবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রূপপুরের মালামাল নিয়ে রাশিয়ার জাহাজের ফিরে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এনব কথা বলেন তিনি।

আব্দুল মোমেন বলেন, ‘আমাদের কাছে খুব তাজ্জব লেগেছে। আমরা আশা করবো রাশিয়া এখন নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজে ওই মালামাল পাঠাবে। আমরা এ নিয়ে কাজ করছি। আমরা রাশিয়াকে বলেছি, তাদের যে ৬৯টি জাহাজ নিষেধাজ্ঞায় আছে, সেসব জাহাজে মালামাল না পাঠাতে।’

তিনি বলেন, ‘রাশিয়ার হাজার হাজার জাহাজ আছে। তবে যেসব জাহাজে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেসব জাহাজ আমরা নিতে চাই না। কেননা আমাদের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য পাঠানোর বিষয়ে রাশিয়া কোনো বার্তা দিয়েছে কি না— জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে ওপরের লেভেলে কাজ করছি।’

মিয়ানমার সীমান্ত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা খুব সতর্কতা অবলম্বন করেছি। মিয়ানমার সরকারের সক্ষমতা অনেক দুর্বল। সেটা নিয়ে একটি সমস্যা আছে। আর আমরা তো কোনো বিদ্রোহী দলের সঙ্গে আলাপ করি না। তবে আমরা আমাদের এলাকা প্রটেক্ট করছি।’

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×