ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমমনা দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের প্রস্তুতি

জাতীয় নির্বাচনের আগেই মাঠ দখলের চেষ্টা বিএনপির

শরীফুল ইসলাম

প্রকাশিত: ০০:৩৭, ২০ আগস্ট ২০২২

জাতীয় নির্বাচনের আগেই মাঠ দখলের চেষ্টা বিএনপির

জাতীয় নির্বাচনের আগেই মাঠ দখলের চেষ্টা বিএনপির

বক্তৃতা-বিবৃতিতে নির্বাচন করবে না বলে জানালেও বাস্তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করেই সবকিছু করছে বিএনপিএ নির্বাচনের আগেই তারা সমমনা দলগুলো নিয়ে মাঠ দখল করতে চায়একদিকে মাঠের আন্দোলন ও অন্যদিকে সরকারের ওপর দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাপ সৃষ্টি করে নির্বাচন পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে চায়এ জন্য বিএনপি হাইকমান্ড হাতে নিয়েছে বিভিন্ন কর্মপরিকল্পনা

সূত্র জানায়, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে বিএনপির পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেটি দলটির রাজনৈতিক কৌশলতবে নির্বাচনে যাওয়ার জন্য যেসব প্রস্তুতি দরকার তার সবই ভেতরে ভেতরে ঠিক করে রাখছে দলটিদল গোছানোর কার্যক্রম জোরদারের পাশাপাশি রাজপথ দখলে নেয়ার কৌশলও কাজে লাগানো হচ্ছেসম্প্রতি নয়াপল্টনে দলের সমাবেশে আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো করে বিএনপি অনেকদিন পর যে শোডাউন করেছে তাও সে কৌশলেরই অংশ বলে জানা যায়

নিজেদের দল গোছানোর পাশাপাশি সমমনা দলগুলোর সঙ্গেও আলাপ-আলোচনা জোরদার করে যুগপ আন্দোলন কর্মসূচী শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিএনপিএ জন্য শীঘ্রই সমমনা দলগুলোর সঙ্গে বৃহ পরিসরে আলোচনায় বসবেন দলটির সিনিয়র নেতারালন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সমমনা দলগুলোর নেতাদের সঙ্গে  কথা বলবেন

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা জানি বর্তমান সরকার আবারও ক্ষমতায় থাকার জন্য নিজেদের অধীনে একতরফা নির্বাচন করতে চায়কিন্তু এবার আর সে সুযোগ দেয়া হবে নাএবার রাজপথে আন্দোলন করেই বর্তমান সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা হবেসেই নির্বাচনের পর সত্যিকারের জনগণের সরকার গঠন করা হবে

এ জন্য আমরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানাচ্ছিএ ছাড়া সরকারবিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও জোরালো আন্দোলনের বিষয়ে আমরা আলাপ-আলোচনা করছিশীঘ্রই আমরা রাজপথের আন্দোলন জোরদার করবতবে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ

এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর নেতিবাচক আন্দোলন কর্মসূচী পালন করে বিদেশী বিভিন্ন প্রভাবশালী সংস্থা ও কূটনীতিকদের সঙ্গে বিএনপির যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্ক উন্নয়নে দেশ-বিদেশে দৌড়ঝাঁপ বৃদ্ধি করেছেন দলের সিনিয়র নেতারাঢাকায় কর্মরত বিদেশী কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কজন নেতা

আর বিদেশী বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন লন্ডনে অবস্থান করা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন দেশে থাকা বিএনপির কমিটিতে থাকা নেতারা

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভাল অবস্থানে থাকার জোরালো চেষ্টা চালাতে চায়আর এ জন্যই তারা বিভিন্ন কর্মকৌশলের মাধ্যমে এগিয়ে যেতে চায়তবে তাদের কর্মকৌশলে অগ্রাধিকার দেয়া হচ্ছে রাজপথের আন্দোলনকেকারণ রাজপথের আন্দোলনে সুবিধাজনক অবস্থানে না যেতে পারলে দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুসারে অধিকতর শক্তিশালী  সরকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে বিএনপি যে সুবিধা করতে পারবে না তা দলটির সর্বস্তরের নেতাকর্মীই জানেন

এ ছাড়া যারা সরাসরি কোন দল করে না তারাও নির্বাচনের আগে মাঠ যাচাই করে দেখে কোন্ দলের রাজনৈতিক অবস্থান কেমনতাই বিএনপি হাইকমান্ড রাজপথের আন্দোলনকে অগ্রাধিকার দিচ্ছেতারা চায় ক্ষমতায় যেতে না পারলেও বিএনপি যেন একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে নিজেদের অবস্থান জোরদার করতে পারেতাহলে সরকারের ওপর চাপ সৃষ্টি করে বিভিন্ন দাবি-দাওয়া আদায় করে নিতে পারবে

উল্লেখ্য, বিএনপির সিনিয়র নেতারা দীর্ঘদিন ধরেই বলে আসছে এবার নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবেন নাআর আন্দোলন করেই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় করে নেবেনতবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাসায় অবস্থান করলেও রাজনীতি থেকে দূরে থাকায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে অবস্থান করায় এবং সিনিয়র নেতাদের মধ্যে দলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ থাকায় আন্দোলনের জন্য এখনও সঠিক নেতৃত্ব গড়ে ওঠেনি

এ ছাড়া বার বার চেষ্টার পরও সমমনা দলগুলোকে নিয়ে যুগপ আন্দোলনের চেষ্টায়ও গতি আসছে নাতবে নিজ দলের সমস্যা মিটিয়ে ফেলার পাশাপাশি সমমনা দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে ধীরে ধীরে রাজপথ উত্তপ্ত করতে চায় বিএনপি

সূত্র মতে, রাজপথের আন্দোলন জোরদার করতে লন্ডনে বসে ভিন্ন কৌশল প্রয়োগ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানতিনি বিএনপির বিভিন্ন স্তরের নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনকে পুনর্গঠন করে আন্দোলনে সক্রিয় করার চেষ্টা করছেনএরই অংশ হিসেবে ১১ আগস্ট রাজধানীতে বড় ধরনের শোডাউন করেছে বিএনপি

পরবর্তীতে আরও বড় ধরনের শোডাউনের প্রস্তুতিও ভেতরে ভেতরে চলছে বলে জানা যায়এ ছাড়া যে ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি সরকারবিরোধী যুগপ আন্দোলন করতে চায় সেই দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগাযোগ রাখছেন

আর মাত্র ১৭ মাস পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনতাই এর আগে রাজপথ দখলে নিতে না পারলে এবারের নির্বাচনেও শোচনীয় পরাজয় বরণ করতে হবে বিএনপিকেতাই এ পরিস্থিতিতে দলটির হাইকমান্ড মনে করছে নির্বাচনের আগে রাজপথ পুরোপুরি দখলে না নিতে পারলেও কিছুটা শক্তি প্রদর্শন করে প্রয়োজনীয় কিছু সুযোগ-সুবিধা আদায় করে নির্বাচনে অংশ নিলে বিগত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভাল ফল করা যাবেএ কারণেই নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের প্রস্তুতি জোরদার করতে চাচ্ছে বিএনপি

২০০১ সালের নির্বাচনের আগে তকালীন আওয়ামী লীগ সরকরের বিরুদ্ধে জামায়াতসহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলকে নিয়ে রাজপথে জোরালো আন্দোলন করতে সক্ষম হয়েছিল বিএনপিএর ফলে ২০০১ সালের জাতীয় নির্বাচনে  ভাল ফল করে ক্ষমতায় যেতে পেরেছিল

কিন্তু ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকেই বিএনপি মাঠের  রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েএ কারণে দলটির সর্বস্তরের নেতাকর্মীর মধ্যে হতাশা নেমে আসেতবে সেই হতাশা কাটিয়ে মাঠের আন্দোলন জোরদার করতে এবার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালম জানান, এবার এমন আন্দোলন হবে যা সরকার ভাবতেও পারবে নাগণআন্দোলনের মুখে সরকার বিদায় নিতে বাধ্য হবেবিএনপি নেতাকর্মীরা এখন আগের চেয়ে ঐক্যবদ্ধএ ছাড়া সরকারের গণবিরোধী কর্মকা-ের কারণে দেশের সাধারণ মানুষও ক্ষুব্ধতাই এবার বিএনপির সঙ্গে দেশের সর্বস্তরের মানুষ সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে

×