
স্টাফ রিপোর্টার ॥ সেন্সর ছাড়পত্র পেল জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও শরিফুল রাজ অভিনীত প্রথম সিনেমা ‘গুণিন’। এটি পরিচালনা করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এ সিনেমার মাধ্যমেই তারা প্রেমে জড়ান এবং বিয়ের পিড়িতে বসেন। গুণিন সিনেমায় রমিজ ও রাবেয়া চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। সিনেমায় রাবেয়া-রমিজ এখন বাস্তবে বেঁধেছেন সংসার। তবে সিনেমায় তাদের পরিণতি কি হয় ? সিনেমাতেও কি তারা বাঁধতে পারবেন এমন সুখের সংসার ? এমন প্রশ্নের উত্তর পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন’ সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি গুণিন সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফরমেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।