স্টাফ রিপোর্টার ॥ ঢাকা নগর পরিবহন যাত্রীসেবার মান বাড়াতে এবার মোবাইল এ্যাপ চালু করা হয়েছে। এতে জানা যাবে কোন কাউন্টারে থেকে কজন যাত্রী বাসে উঠল, বিক্রি হলো কয়টি টিকেট, বিক্রেতা পেলেন কত টাকা, বাসটি কোথায় অবস্থান করছে- এমন প্রয়োজনীয় সব তথ্যই। এমন তথ্য নিজ অফিসে বসেই নির্ভুলভাবে দেখতে পারছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ‘যাত্রী বাস ওনার’ নামের এ্যাপটি দিয়েই এসব তথ্য মিলছে। এ বিষয়ে দেখছিলেন ডিটিসিএর নির্বাহী পরিচালক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব নীলিমা আখতার জানান, ‘যাত্রী বাস ওনার’ নামের এ্যাপে আছে ৯টি ক্যাটাগরি। এগুলো হচ্ছে ভেইকলস, কোম্পানি, রাইডস, টিকেটস, ট্র্যাকিং, সামারি, কাউন্টার ওয়াইজ রিপোর্ট, সুপারভাইজার ও ওয়েবিল। তবে এ্যাপের সবকটি ক্যাটাগরি এখনও সচল করা হয়নি। শীঘ্রই বাকি কাজ শেষ হবে বলে আশা করছেন নীলিমা আখতার। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা নগর পরিবহনের এ্যাডমিন আইডি থেকে এই এ্যাপটি নিয়ন্ত্রণ করা যাবে। এর মাধ্যমে প্রতিনিয়ত টিকেট কাউন্টারগুলোকে তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দিনের যে কোন সময় সর্বশেষ টিকেট বিক্রির হিসাব পাওয়া যায়।