ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ক্যানবেরায় লকডাউন বৃদ্ধি

প্রকাশিত: ২২:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২১

ক্যানবেরায় লকডাউন বৃদ্ধি

জনকণ্ঠ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় লকডাউনের মেয়াদ মধ্য অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার এ ঘোষণা দেয়। ক্যানবেরায় একজন মাত্র করোনা রোগী শনাক্তের পর গত ১২ আগস্ট ঘরে থাকার আদেশ জারি করা হয়। এখন প্রায় চার লাখ বাসিন্দাকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এ আদেশ মেনে চলতে হবে। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২২ কোটি ৬৪ লাখ ২৬ হাজার ৫৫৯ জন। মৃত্যু ৪৬ লাখ ৫৭ হাজার ৯৫০ জন। সুস্থ হয়েছে ২০ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৬৪৩ জন। খবর ওয়ার্ল্ডোমিটারস ও অন্যান্য ওয়েবসাইটের। ক্যানবেরায় বর্তমানে ২৫০শ’র বেশি করোনা রোগী রয়েছে। ভারতীয় ধরন ডেল্টার কারণে করোনার সংক্রমণ যেন ভয়ঙ্কর রূপ না নেয় সে লক্ষ্যে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। রাজধানী অঞ্চলের প্রধানমন্ত্রী এন্ড্রু বার বলেছেন, কর্তৃপক্ষ সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একই সঙ্গে টিকা দেয়ার সংখ্যা সর্বোচ্চ করারও চেষ্টা চালাচ্ছে। এটিই এগিয়ে যাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ক্রিসমাস উৎসব নিরাপদভাবে পালন সম্ভব হবে। অস্ট্রেলিয়ায় টিকা দেয়ার গতি বেড়েছে। ১২-১৫ বছরের সবাইকে টিকা দেবে ব্রিটেন ॥ করোনা মহামারী মোকাবেলায় ১২ থেকে ১৫ বছর বয়সী সবাইকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। শিশুরা করোনা টিকা নিলে তাদের শিক্ষা কর্মকাণ্ড নির্বিঘ্ন হবে এবং তারা উপকৃত হবেন। মঙ্গলবার দেশটির প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এমন ঘোষণা দেয়ার পরই সরকার সবাইকে টিকার আওতায় আনার কথা জানায়। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ‘অল্প বয়সীদের করোনা সংক্রমণ থেকে রক্ষা, স্কুলে সংক্রমণ কমিয়ে আনা এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে রাখতে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনার বিষয়ে সকল প্রধান মেডিক্যাল কর্মকর্তা সুপারিশ করেছেন এবং আমি সেটি গ্রহণ করেছি।
×