
বিজয় দিবসে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পতাকা নেড়ে ঘৃণা প্রদর্শন করবে খেলাঘর

স্টাফ রিপোর্টার ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের সকল জেলা, মহানগর, আঞ্চলিক ও শাখা সংগঠন গুলোকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাত টায় একযোগে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন এবং ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। বুধবার সংগঠনের সম্পাদকম-লীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিম-লীর সদস্য হান্নান চৌধুরী। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, হাসান তারেক, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সুনীল সরকার, অনিকেত আচার্য, আসমা আব্বাসী উর্মি, নসরু কামাল খান, অশোকেশ রায়, প্রবীর সাহা, রাজন ভট্টাচার্য, শামীম আহমেদ সুজন মজুমদার প্রমুখ।
কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সভায় করোনার কারণে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেন। বৈঠকে সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর ভোরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং মীরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে খেলাঘর কেন্দ্রীয় প্রতিনিধি দল। এছাড়া প্রতি বছরের মতো এবার স্বাস্থ্যবিধি মেনে রায়েরবাজার স্মৃতিসৌধে প্রতীকী বধ্যভূমি তৈরী করবে সংগঠনের ভাই বোনরা।
১৬ ডিসেম্বরের কর্মসূচী ॥ আগামী ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করবে খেলাঘর। বিজয় দিবস উপলক্ষে সকল জেলা সংগঠনের সহযোগিতা ও অংশগ্রহণে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর কেন্দ্রীয় খেলাঘর শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ ভার্চুয়াল অনুষ্ঠান সহ শিশুদের জন্য মহান মুক্তিযুদ্ধের গল্প বলা ও স্মৃতিচারণের আয়োজন করবে। সকল জেলা, মহানগর, আঞ্চলিক ও শাখা সংগঠনগুলো স্বাস্থ্যবিধি মেনে একযোগে পতাকা উত্তোলন এবং লাল সবুজের পতাকা নেড়ে স্বাধীনতা বিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের মাধ্যমে মহান বিজয় দিবসের নানা কর্মসূচী পালন করা হবে। অনুমতি সাপেক্ষে ১৬ ডিসেম্বর ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে খেলাঘর।